সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উদযাপন উপলক্ষে “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) সকালে কামারখন্দ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত নারী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বর্নাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলার মিনি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহি কর্মকর্তা মেরিনা সুলতানা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম শহীদুল্লাহ সবুজ।
অন্যান্যদের উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শম্পা রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: সেলিনা পারভিন, উপজেলা শিক্ষা অফিসার সন্ধ্যা রানী সাহা, ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক খান, মকবুল হোসেন, আব্দুর রশিদ আকন্দ সহ প্রমুখ।
এ সময় আলোচনা সভায় বক্তারা বলেন, নারীদের যথার্থ মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে সরকার নারী শিক্ষার বিস্তার, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়নসহ নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে। দেশের উন্নয়নকে টেকসই করতে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে সহযাত্রী হিসেবে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।