সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর সাব-কম্পোনেন্ট ‘আউট অব স্কুল চিলড্রেন’ কার্যক্রমের আওতায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় সারাদেশে চলমান কার্যক্রমে ৮ থেকে ১৪ বছর বয়সী বিদ্যালয় বর্হিভূত শিশুদের প্রাথমিক শিক্ষা প্রদান ও তাদেরকে শিক্ষার মূল ধারায় সংযুক্ত করার লক্ষে মঙ্গলবার (৫ এপ্রিল) উপজেলার মিনি অডিটোরিয়ামে সেভ দ্যা কান্ট্রি সহযোগী সংস্থা (ইডিজি) এ দেশ গড়ি এর সহযোগিতায় জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সিরাজগঞ্জ শিক্ষক ও প্রোগ্রাম সুপারভাইজারদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এস এম শহীদুল্লাহ সবুজ, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা সেলিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শম্পা রহমান, সংশ্লিষ্ট কর্মকর্তা সহ প্রমুখ।