কাতারে বসবাসরত অভিবাসীদের জন্য সুখবর দিল কাতার সরকার।
দেশটি থেকে ফুল ডোজ করোনা ভ্যাকসিনগ্রহীতারা ছয় মাস ছুটি কাটিয়ে কাতার ফিরে এলে লাগবে না কোয়ারেন্টিন। আর তাই ছুটিতে যাওয়ার আগে ভ্যাকসিন নেয়ার পরামর্শ প্রবাসীদের। ছুটিতে যেতে চাওয়া প্রবাসীরা এত দিন কোয়ারেন্টিনের ঝামেলায় ছিলেন বিপাকে।
কাতার সরকারের নিয়ম অনুযায়ী কম ঝুঁকিপূর্ণ ১৮ দেশ থেকে কাতার ফিরে এলে ৭ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হয়। তবে ঝুঁকিপূর্ণ দেশ থেকে ফিরলেই নিজ খরচে বাধ্যতামূলক ৭ দিন হোটেল কোয়ারেন্টিন আর অতিরিক্ত আরও ৭ দিন থাকতে হবে হোম কোয়ারেন্টিনে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটি থেকে ফুল ডোজ করোনা ভ্যাকসিন নেয়া ব্যক্তিরা ছয় মাস ছুটি কাটিয়ে ফিরে এলে লাগবে না হোটেল বা হোম কোয়ারেন্টিন।
অভিবাসী ও স্থানীয় নাগরিক মিলিয়ে ২৬ লাখের বেশি জনসংখ্যার দেশ কাতার। এরই মধ্যে প্রায় ৫ লাখ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। দেশটিতে স্থানীয় নাগরিক ও অভিবাসীদের বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে কাতার সরকার।