উপসাগরীয় দেশ কাতারের আরোপিত অবরোধ প্রত্যাহারে সৌদির গৃহীত উদ্যোগের প্রশংসা করেছে আরব আমিরাত ও মিসর। উপসাগরীয় আরব দেশগুলোর শক্তিশালী ঐক্য গড়ে তুলতে কুয়েত ও যুক্তরাষ্ট্র সরকারের নতুন প্রচেষ্টায় আমিরাত প্রশংসা করেছে বলে জানান দেশটির জেষ্ঠ্য কর্মকর্তা।
কাতারে সংকট নিরসন নিয়ে আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগাস সৌদির প্রচেষ্টার প্রশংসা করে এটিকে চার দেশের কল্যাণহিতৈষী প্রচেষ্টা বলে আখ্যায়িত করেন। এছাড়া তিনি এই মাসে উপসাগরীয় আরব দেশগুলোর একটি সফল শীর্ষ সম্মেলনের প্রত্যাশা করেন।
এক টুইট বার্তায় আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে সংহতি তৈরিতে কুয়েত ও যুক্তরাষ্ট্রের গৃহীত প্রচেষ্টার প্রতি সহানুভূতি প্রকাশ করছে আরব আমিরাত। চার দেশের পক্ষ থেকে সৌদির গৃহীত উদ্যোগকে সমর্থন করে আমিরাত। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে উপসাগরীয় দেশের সঙ্গে মিসরের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। উপসাগরীয় দেশুগুলো নিয়ে একটি শীর্ষ সম্মেলনের প্রত্যাশা করে আমিরাত।’
এদিকে মিসরের পররাষ্ট্রমন্ত্রণালয় কাতার সংকট নিরসনে সৌদি উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, আমরা আশা করি, এই প্রশংসনীয় প্রচেষ্টার ফলে একটি সার্বজনীন সমাধান পাওয়া যাবে। সর্বসম্মতিমূলক চুক্তির প্রতি সবার সর্বাত্মক সমর্থন নিশ্চিত করবে।’
এর আগে গত শুক্রবার কুয়েত ও সৌদি আরব জানায়, কাতারের সঙ্গে বিদ্যামান দ্বন্দ্ব নিরসনের প্রচেষ্ঠায় যথেষ্ট অগ্রগতি হয়েছে। ২০১৭ সালের জুন থেকে কাতারের সঙ্গে কূটনৈতিক, বাণিজ্যিক ও পর্যটন সম্পর্ক ছিন্ন করে উপসাগরীয় চার দেশ সৌদি, আরব আমিরাত, বাহরাইন ও মিসর।
সূত্র: আল জাজিরা