কাতার প্রবাসী বাংলাদেশি ও কমিউনিটি নেতারা করোনা পরিস্তিতিতে চাকরিহারা প্রবাসীদের সহায়তায় আগামী বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন । এদিকে দেশটিতে কোভিড আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৬ বাংলাদেশি সহ মারা গেছেন ৩০ জন। আক্রান্ত হয়েছেন প্রায় ৪৯ হাজার মানুষ।
করোনা দুর্যোগে চাকরি হারিয়ে দিশেহারা কাতারসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা। আর তাই আসছে বাজেটে করোনায় কর্মহীন প্রবাসীদের জন্য বিশেষ বরাদ্দের দাবি বাংলাদেশি প্রবাসীদের।
কাতারে বসবাসরত এক প্রবাসী বলেন, ‘আগামী বাজেটে সরকার যেন প্রবাসীদের জন্য বাজেটে বরাদ্দ রাখে।’
আরেক প্রবাসী বাংলাদেশি বলেন, ‘কাজ কাম নেই। পরিবার নিয়ে কষ্টে আছি।’
বর্তমানে প্রবাসীদের জন্য দুই শতাংশ প্রণোদনা ঘোষণা করা হয়েছে। আর মারা গেলে ৩ লাখ টাকা অর্থ সহায়তা দেয়া হয়।
বাংলাদেশ কমিউনিটি কাতার অধ্যাপক জসিম উদ্দিন বলেন, ‘করোনা ভাইরাস হয়তো শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পরেই অনেক লোক চাকরি হারিয়ে দেশে ফিরবে তারা কিভাবে চলবে? এদের জন্য বাংলাদেশ সরকার যেন একটা বাজেট রাখে।’
বাংলাদেশ কমিউনিটি কাতার নুর মোহাম্মদ বলেন, ‘সরকার যেন প্রবাসীদের নিয়ে একটু চিন্তা করে সুনজর দেয় আমাদের উপর।’
বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, কাতারে ৪ লাখ ১৬ হাজার বাংলাদেশি কর্মরত আছেন। দেশটি থেকে বছরে এক বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স পাঠান প্রবাসীরা।