করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে সহায়তার জন্য প্রযুক্তির দিকে ঝুঁকছে কাতার। অ্যাপ এর ব্যবহার বাধ্যতামূলক করেছে দেশটির সরকার।
কাতারে এখন পর্যন্ত করোনাভাইরাসে ২৩ জনের মৃত্যু হয়েছে। তবে সংক্রমণের হার উচ্চতর পর্যায়ে রয়েছে।
দেশটিতে জনসংখ্যা প্রায় ২৮.৮ মিলিয়ন। এর মধ্যে ৪০ হাজারেরও বেশি লোক করোনাভাইরাসে সংক্রামিত হয়েছেন।
করোনাভাইরাস নিয়ন্ত্রণে কাতার নতুন যে অ্যাপটি ব্যবহার করছে তার নাম এহতেরাজ।
ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আনার প্রয়াসে একে সর্বশেষতম সংযোজন হিসাবে দেখছেন সরকারী কর্মকর্তারা।
গত সপ্তাহের শেষ দিকে এহতেরাজ অ্যাপটি চালু করা হয়।
নাগরিক এবং বাসিন্দারা বাড়ি থেকে বের হ্ওয়ার সময় অ্যাপটি মোবাইল ডিভাইসে ইনস্টল করে দেয়া হয়।
এর মাধ্যমে ব্যবহারকারী কোনো সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে ছিল কিনা তা সনাক্ত করতে পারে সরকার।
অ্যাপটি ইনস্টল করা না হলে সর্বোচ্চ ৫৫ হাজার ডলার বা তিন বছরের জেল হতে পারে।
তবে অ্যাপটির মাধ্যমে গোপনীয়তা লঙ্ঘিত বলে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবহারকারীরা। ঈদ উল ফিতরের ছুটির কয়েকদিন আগে তারা এ অভিযোগ জানান।
সূত্র : আল-জাজিরা