কাতারে ৮ হাজারেরও বেশি বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, আতঙ্ক বিরাজ করছে বাংলাদেশি কমিউনিটিতে। কাতার সরকার জাতিভিত্তিক কোনো পরিসংখ্যান প্রকাশ না করলেও, বাংলাদেশ দূতাবাস জানায়, দেশটিতে এ পর্যন্ত ১২ জন বাংলাদেশিসহ, অর্ধ শতাধিক মানুষ এ ভাইরাসে মারা গেছেন। আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে।
৮ হাজার বাংলাদেশি আক্রান্ত হওয়ায়, প্রবাসীদের মাঝে ব্যাপক আতংক বিরাজ করছে। কমিউনিটি নেতৃবৃন্দ জানান, বিশ্বের বহু দেশে বাংলাদেশী প্রবাসীরা আক্রান্ত হয়েছেন, কিন্তু কাতারের মতো এত বেশী বাংলাদেশি কোথাও আক্রান্ত হননি। দেশটিতে বসবাসরত ৪ লক্ষাধিক বাংলাদেশিকে তারা কাতার সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানিয়েছেন।
Drop your comments: