কাতারে সড়ক দুর্ঘটনায় মহিবুজ্জামান মুন্না (৩১) নামে বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এ দুর্ঘটনায় ঘটে বলে জানা যায়।
নিহত মুন্না মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম গাংকুল গ্রামের মনিরুজ্জামান মনিরের একমাত্র ছেলে। দেশের বাড়িতে নিহত মুন্নার স্ত্রী, এক ছেলে ও বাবা-মা রয়েছে। মুন্নার বাবা মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মুহিবুজ্জামান মুন্না প্রায় ৫ বছর ধরে কাতারের একটি ফাইভ স্টার হোটেলে ডেলিভারি ম্যানের চাকরি করতেন। বুধবার ভোর রাতে মোটারসাইকেলযোগে খাবার ডেলিভারি দিয়ে ফেরার সময় চলন্ত মোটরসাইকেলসহ তিনি সড়কে ছিটকে পড়েন। প্রত্যক্ষদর্শীরা তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
কাতার প্রবাসী আনোয়ার হোসেন সাজু কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে বলেন, চলন্ত মোটরসাইলেই তিনি হার্ট অ্যাটাক করেন। ঘটনাস্থলেই মারা যান। তার লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।