তিন বাংলাদেশি শিক্ষার্থী কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্থানীয় সময় অনুযায়ী শনিবার, ২৬ মার্চ দিবাগত রাতে এ ঘটনা ঘটে। প্রাইভেটকারের ধাক্কায় প্রথমে ঘটনাস্থলে এক জন মারা যান। আহত অবস্থায় বাকি দুই জনকে হাসপাতালে নেওয়া চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রবাস সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে ঘুরতে বের হয়েছিলেন ৪ শিক্ষার্থী। এ সময় হাইওয়ে রোডে তাদের গাড়ির চাকা নষ্ট হয়ে যায়। পরে রাস্তার পাশেই ইমার্জেন্সি লাইট জালিয়ে নষ্ট চাকা পরিবর্তন করছিলেন তারা। এ সময় দ্রুতগতিতে আসা একটি প্রাইভেটকার তাদের তিন জনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়। বাকি দুই জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা যায়, নিহত শিক্ষার্থীরা হলেন— ফেনীর ফজলুল হকের ছেলে আজহারুল হক জয় (২১), চট্টগ্রামের নুরুল ইসলামের ছেলে ইসরান বিন ইসলাম (২২) এবং সিলেটের ইকবাল আহমেদের ছেলে আহমেদ সাফওয়ান (২১)। তারা কাতারে তাদের পরিবারের সঙ্গে থাকতেন। তিন জনই ২০২০ সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন।
এদিকে, প্রবাসে একসঙ্গে তরুণ তিন শিক্ষার্থীর মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ স্থানীয় দোহা হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।