শাহ সুমন বানিয়াচং প্রতিনিধিঃ বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২০ মার্চ বিকাল সাড় ৩ টায় স্থানীয় কাগাপাশা জনতা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম খান।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু ঝন্টু দাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আসন্ন ইউপি সম্মেলন উপলক্ষে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আংগুর মিয়া।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মুহিত চৌধুরী, জসিমুল হক সোহেল, মোশাহেদ মিয়া, খলিলুর রহমান, আজমান চৌধুরী, এনামুল হক , আকবর হোসেন রাজু ,ইউনিয়ন যুবলীগের সভাপতি জুনাব আলী,শাবাজ চৌধুরী,মহিবুর রহমান, গোপাল দাস,আশরাফুল ইসলাম, ইব্রাহিম আহমেদ সোহান প্রমুখ।
উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা জহুর হোসেন মেম্বার,মাজু মিয়,বদরুল আলম,আব্দুল্লাহ মিয়া।বর্ধিত সভায় ৬ নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন আগামী ২ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারণ করেছেন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ। ওই সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য এডঃআব্দুল মজিদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ।।