হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসার আল-ফজল মুনিরী গাউছুল আজম সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে খতমে কোরআন আদায় করা হয়।
কাগতিয়া মাদরাসার মূল ক্যাম্পাস ও চট্টগ্রাম মহানগর ক্যাম্পাসে শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল খতমে কোরআন, খতমে তাহলীল, ফাতেহা শরীফ আদায়।
আগস্টের সেই কালো রাতে জাতির জনকের পুরো পরিবারের শাহাদাত বরণকারী সকল সদস্যসহ সকল মুক্তিযোদ্ধাদের বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধুর রেখে যাওয়া স্বপ্নকে বাস্তবায়নের লক্ষে নিরলস পরিশ্রম সার্থক করতে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
মিলাদ-কিয়াম শেষে জাতির জনকসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।