বীর মুক্তিযোদ্ধা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, চট্টগ্রাম রাজনীতির কিংবদন্তি প্রাণপুরুষ ও অভিভাবক, সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বর্ষিয়ান জননেতা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি মহোদয়ের আশু রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল নগরীর বায়েজিদ থানাধীন শেরশাহ বাংলাবাজার গাউছুল আজম সিটিস্থ কাগতিয়া মাদরাসার চট্টগ্রাম মহানগর ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বাদে মাগরিব হতে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত খতমে কোরআন ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র প্রার্থী আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান আতা।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজের জিএস আরশাদুল আলম বাচ্চু, চান্দগাও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুদ্দীন খালেদ সাইফু, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক গোলাম সাদমান জনি, বায়েজিদ মুক্তিযোদ্ধা সমিতির সভাপতি মোহাম্মদ আনোয়ার, বায়েজিদ মুক্তিযোদ্ধা সমিতির সাধারণ সম্পাদক নৌ কমান্ডার মোহাম্মদ হোসেন, মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসকান্দর মির্জা মিজান, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর পদপ্রাথী মোহাম্মদ ইব্রাহীম প্রমূখ। মাহফিল শেষে তাবারুক বিতরন করা হয়।