কাঁচা মরিচের দাম কেনো বাড়ছে তা কৃষি মন্ত্রণালয় বলতে পারবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, দাম নিয়ন্ত্রণের জন্য সরকার বাইরে থেকে কাঁচামরিচ আমদানির সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার (১ জুলাই) বগুড়ায় রোটারি ক্লাবের ডিস্ট্রিক্ট ইয়ার অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, কাঁচা মরিচের উৎপাদন কিংবা এর দাম বৃদ্ধি নিয়ে কৃষি মন্ত্রণালয় ভালো বলতে পারবে। যেহেতু দাম বেড়ে গেছে বাজারে, তাই সরকার বিদেশ থেকে কাঁচা মরিচ আমদানির সিদ্ধান্ত নিয়েছে।
এবারের কোরবানির ঈদে চামড়ার বাজার প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা আগেই ব্যবসায়ীদের বলেছিলাম যথাযথ লবণ দিয়ে চামড়া প্রক্রিয়াজাত করতে। কিন্তু অনেকেই সেটি করেননি। ফলে অনেক চামড়া পঁচে গেছে এবং অনেকেই লোকসানের মুখে পড়েছেন।
Drop your comments: