সোলায়মান হাসান, নারায়ণগঞ্জ থেকে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর থানার মদনপুর বাসস্ট্যান্ড থেকে ৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।
বুধবার (৬ এপ্রিল) সকালে কাঁচপুর হাইওয়ে পুলিশের এটিএসআই নুরুল হুদা গাঁজাসহ তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলো- কুমিল্লা জেলার ওকাতোয়ালী থানার আড়াইউরা পশ্চিম পাড়া গ্রামের মৃত জহিরুল ইসলামের ছেলে মো. রনি (২৫) ও একই জেলার সদর দক্ষিণ থানার খিললাপাড়া গ্রামের লালু মিয়ার ছেলে মো. মিনার (৫৫),এ.টি.এসআই নুরুল হুদা জানান, মদনপুর বাসস্ট্যান্ডে ট্রাফিক ডিউটি করার সময় রাস্তা পারাপাররত দুই জন ব্যক্তির আচরণ ও গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তারা মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেন।উক্ত সময় রনির হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ৪ প্যাকেটে খাকি স্কচটেপ দিয়ে মোড়ানো ৮ কেজি গাজা উদ্ধার করা হয়।