কলেজশিক্ষার্থীকে ‘আত্মহত্যায় প্ররোচনা’র মামলা থেকে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার এই মামলা থেকে সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দিয়ে পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে নারাজি (প্রতিবেদনের ওপর অনাস্থা) আবেদন করেছেন মামলার বাদী নুসরাত জাহান তানিয়া। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী সেটি খারিজ করে এ আদেশ দেন।
জেনারেল রেকর্ডিং অফিসার (জিআরও) উপ-পরিদর্শক আলমগীর হোসেন বলেন, ‘ম্যাজিস্ট্রেট চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেছেন। তিনি বলেছেন, পুলিশের তদন্ত সত্য বলে প্রমাণিত হয়েছে এবং এই বিষয়ে আরও তদন্তের নির্দেশ দেওয়ার কোনো উপযুক্ত ভিত্তি নেই।’
আদেশের পরপরই মামলার বাদী নুসরাত জাহান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমি উচ্চ আদালতে গিয়ে এই রায়কে চ্যালেঞ্জ করব।’