বিচিত্র মানুষের বিচিত্র রকম শখ। বিচিত্র বিষয়ে আগ্রহ। কলাগাছের ভেলা কমগতির বলে মানুষ আবিষ্কার করলো নৌকা। সেই নৌকায় পরবর্তীতে লাগানো হয়েছে ইঞ্জিন। তো কলাগাছের ভেলায় ইঞ্জিন লাগানো যাবে না? সেই গবেষণা করে সফল হয়েছে নাটোরের দুই যুবক।
সরেজমিন দেখা গেছে, নাটোরের নলডাঙ্গা উপজেলার বারনই নদীতে ভাসছে ইঞ্জিনচালিত কলা গাছের ভেলা। কেউ কেউ এটাকে নাম দিয়েছেন ডিজিটাল ভেলা।
বন্যার পানিতে থই থই বরনই নদীতে ভেলাটি চালিয়ে প্রায়ই এদিক-ওদিক যাচ্ছে দুই যুবক। উৎসুক জনতা ভেলাটি দেখে উল্লাস প্রকাশ করছে।
ওই কলা গাছের ভেলার মাঝিমাল্লা দুজনই নলডাঙ্গা পৌরসভার ১ নং ওয়ার্ডেট হলুদঘর মহল্লার বাসিন্দা। স্থানীয় মোজাহার আলী মন্ডলের ছেলে সেন্টু মিয়া (২৪) ও একই এলাকার আব্দুল মাতব্বরের ছেলে রুস্তম আলী(২৬)।
সেন্টু ও রুস্তম জানান, শ্যালো মেশিন সেট করে নৌকা চলে। তাহলে কলার ভেলায় সেট করে তা চালানো যায় কিনা এমন চিন্তা থেকেই তারা নিজেদের সেঁচকাজের শ্যালো মেশিন দিয়ে ভেলাটি বানিয়েছেন। পরবর্তীতে আরও বেশি কলাগাছ সেট করে বড় আকারের ইঞ্জিনচালিত ভেলা বানানোর শখ রয়েছে তাদের।
উৎসঃ বাংলা ট্রিবিউন