দেশে ছুটিতে এসে করোনা মহামারিতে আটকে পড়া মালয়েশিয়া প্রবাসীরা কর্মস্থলে ফিরতে সরকারের সহযোগিতা দাবি করেছেন।
সোমবার রাজধানীর সেগুণবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে তারা বলেন, মালয়েশিয়া সরকারের সঙ্গে কুটনৈতিক তৎপরতার মাধ্যমেই কেবল দেশটিতে কাজে ফেরা সম্ভব।
বাংলাদেশে ছুটিতে আসা মালয়েশিয়া প্রবাসী শ্রমিকরা সোমবার সকাল থেকেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন।
নিজেরা মালয়েশিয়া ফেরার কোনো উপায় না পেয়ে সরকারি পর্যায়ে উদ্যোগ নেয়ার দাবি জানান তারা।
এসময়, উপস্থিত শ্রমিকরা তাদের ভিসা ও পাসপোর্টের ফটোকপি জমা দেন মন্ত্রণালয়ে।
Drop your comments: