করোনার নমুনা পরীক্ষা নিয়ে ভোগান্তিতে পড়েছেন বিদেশগামীরা। দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে নমুনা পরীক্ষার সিডিউল পেতে। বাড়তি অর্থ না দিলেও মিলছে না করোনার নমুনা পরীক্ষার ফলাফল কিংবা সিডিউল।
করোনার নমুনা পরীক্ষা নিয়ে ভোগান্তিতে পড়েছেন বিদেশগামীরা। দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে নমুনা পরীক্ষার সিডিউল পেতে। বাড়তি অর্থ না দিলেও মিলছে না করোনার নমুনা পরীক্ষার ফলাফল কিংবা সিডিউল।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে প্রবাসীর সংখ্যা প্রায় ১৫ লাখ। এসব প্রবাসীরা দেশে আসেন স্বজনদের স্বানিধ্য পাওয়ার জন্য। কোভিডের কারণে দেশে আটকা পড়েন কয়েক লাখ প্রবাসী। বিমান চলাচল শুরু হওয়ার পর বিদেশগামীদের করোনা পরীক্ষা বাধ্যতামুলক করা হয় সরকারের পক্ষ থেকে। চট্টগ্রাম অঞ্চলের প্রবাসীদের করোনা পরীক্ষার জন্য নির্ধারিত করে দেয়া হয় চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে।
হাসপাতালে নমুনা পরীক্ষা করতে এসে পদে পদে হয়রানির অভিযোগ তুলেছেন প্রবাসীরা। তাদের অভিযোগ, নমুনা পরীক্ষায় বাড়তি ফি নেয়া হলেও পোহাতে হচ্ছে দুর্ভোগ। এ জন্য সরকারের সংশ্লিষ্ট দফতরের সমন্বয়হীনতাকে দায়ি করছেন তারা। এ অবস্থায় সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসীরা।