
আমিরাতের করোনা যোদ্ধাদের উদ্যোশে আবেগঘন “থ্যাংক্স গিভিং” টুইট বার্তা দিয়েছেন দুবাইয়ের প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ আল মাকতুম। চিঠিটি নিম্নে তুলে ধরা হল,
“করোনা যোদ্ধের ফ্রন্টলাইনে থাকা সাহসী যোদ্ধা প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এক কঠিন সময়ে আপনারা নিঃস্বার্থভাবে যে চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন, তা সেবা ও আত্মোৎসর্গের সংজ্ঞাকে নতুন মাত্রায় প্রতিষ্ঠিত করেছে।
আপনাদের সাহস আমাদেরকে একটি সুরক্ষিত, দুর্জয় দুর্গ উপহার দিয়েছে। আপনারা আমাদের আজকের উদ্যমী যোদ্ধা।
মহামারী এবং আমাদের মধ্যে আপনারা দেয়াল হয়ে দাঁড়িয়েছেন। দেশরক্ষায় আপনাদের অবদান কে ধন্যবাদ দিয়ে আমরা ছোট করছি না।
নিজেদের নিরাপত্তাকে তুচ্ছ করে আমাদের নিরাপদ করেছেন আপনারা,আগামী প্রজন্মের কাছে যা দৃষ্টান্ত হয়ে থাকবে। আপনাদের ত্যাগ অনুপ্রেরণা বিনয় হবে ইতিহাস । আল্লাহর রহমতে আমরা এই কঠিন সময় অতিক্রম করব এবং আগামীর সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণে আরো শক্তিশালী ও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সবাই মিলে কাজ করে যাব।
ধন্যবাদ
আপনাদের ভাই,
হামদান বিন মোহাম্মদ।