করোনা নেগেটিভ সনদ সঙ্গে না থাকায় ভারতের কলকাতা থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা তিন ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
রোববার বেলা ১১টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪০৯ ফ্লাইটে শাহজালালে আসেন ওই তিন ভারতীয়।
নিয়ম অনুযায়ী ফ্লাইট থেকে নামার পর প্রত্যেক যাত্রীর হেলথ ডিক্লারেশন ফর্ম ও আরটি পিসিআর ল্যাবরেটরিতে করা করোনা নেগেটিভ সনদ যাচাই করা হয়।
এ সময় করোনা নেগেটিভ সনদ সঙ্গে আনেননি বলে জানান তারা। সে কারণে বেবিচক কর্মকর্তারা তাদেরকে কলকাতায় ফেরত পাঠান।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শাহরিয়ার সাজ্জাদ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
Drop your comments: