November 28, 2024, 6:13 am
সর্বশেষ:
বান্দরবানে শীতার্থদেরকে প্রদানে শীতবস্ত্র দিলো আশা উপকূলে আমন চাষ ভালো হলেও লক্ষ্যমাত্রা পূরণ হয়নি সাতক্ষীরা মেডিকেলে সিটি স্ক্যান মেশিন নষ্ট, দুর্ভোগে রোগীরা ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালককে অপসারণের দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন বান্দরবানে ৮৩টি মোবাইল ফোন উদ্ধার করলো এপিবিএন চরম্বায় অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানে ভিক্ষুকদের নতুন কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন উপকরণ বিতরণ আলফাডাঙ্গা প্রেসক্লাবসহ সেবাদান প্রতিষ্ঠানের পাশে দাঁড়ালেন আদিত্য ফাউন্ডেশন বাগেরহাটে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে গুড়িঁয়ে দেওয়া হলো মসজিদ লোহাগাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ

করোনা কোনো সিজন মানে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • Last update: Tuesday, August 11, 2020

করোনা কোনো সিজন বা মৌসুম মানে না। সুতরাং করোনাভাইরাসের বিরুদ্ধে যে লড়াই সেটা থামানোর সুযোগ নেই। থামালে সেটা হিতে বিপরীত হয়ে দেখা দিতে পারে। এমনটাই জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। খবর- আল জাজিরা।

এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি স্বাস্থ্য কার্যক্রমের প্রধান ডাক্তার মাইকেল রায়ান বলেছেন, ‘বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনাভাইরাস কোনো সিজনাল প্যাটার্ন মানছে না। সুতরাং স্বাস্থ্য কর্তৃপক্ষ ও বিভিন্ন দেশের সরকার যদি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ না করে শিথিল করে তাহলে সেটা হবে বুমেরাং সিদ্ধান্ত। এখন পর্যন্ত যেটা পরিস্কার বোঝা যাচ্ছে সেটা হল- ভাইরাসের ওপর চাপ প্রয়োগ করতে হবে। যদি ভাইরাসের ওপর চাপ প্রয়োগ করা ছেড়ে দেন তাহলে সেটা হিতে বিপরীত হবে।’

ইউরোপের বিভিন্ন দেশে করোনার সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। এক্ষেত্রে ইউরোপের দেশগুলোকে দ্রুত ব্যবস্থা নিতে আহব্বান জানিয়েছেন ডা. মাইক রায়ান।

উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসে এরিমধ্যে আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে সোয়া ৭ লাখ। করোনাভাইরাসকে কোন ভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলাই কেবল সংক্রমণ থেকে রক্ষার একমাত্র পন্থা।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC