
করোনা ভাইরাস সংক্রমণের তীব্রতা অনুযায়ী দেশ রেড, ইয়েলো এবং গ্রিন জোনে ভাগ করে নানাবিধ পদক্ষেপ নিচ্ছে সরকার।
অধিক সংক্রমিত এলাকায়(রেড জোন) বিশেষ ব্যবস্থা (কঠোর লকডাউন) নেওয়ার সঙ্গে সঙ্গে সেসব এলাকার সব অফিস বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে ঢাকার উত্তর সিটির যে ১৭টি এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে অন্যতম বিমানবন্দর থানা এলাকা।
এখানে লকডাউন কার্যকরের সুপারিশ করা হয়েছে।
এই থানা এলাকায় অবস্থিত ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প’ (থার্ড টার্মিনাল প্রকল্প)-এর কাজ সাময়িক বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
ইতোমধ্যে থার্ড টার্মিনাল নির্মাণ প্রকল্পের বেশ কয়েকজন নির্মাণকর্মীর করোনা পজিটিভ পাওয়া গেছে।
এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন বিমানবন্দর থানা এলাকায় অবস্থিত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সদর দপ্তরে কর্মরত
এক উপসহকারী প্রকৌশলীসহ ২ জন।
এই পরিস্থিতিতে শাহজালালের থার্ড টার্মিনাল এলাকা লকডাউনের আওতামুক্ত রাখতে ১৫ জুন স্বাস্থ্য মন্ত্রণালয়কে জরুরি চিঠি পাঠিয়েছে
বেসরকারি বিমান পরিবহন মন্ত্রণালয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ-১ অধিশাখা থেকে চিঠিটি পাঠানো হয় সচিব স্বাস্থ্য সেবা বিভাগে।