আজিজুর রহমান দুলালঃ বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় সফলতা অর্জন করেছে বলেই আজ বৈশ্বিক করোনা মহিমারীতেও থেমে নেই বিদ্যালয়ের পাঠদান ৷ রাজধানি ঢাকাসহ দেশের বিভাগীয় ও জেলা শহর ছাড়িয়ে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে পৌঁছে গেছে ইন্টারনেট সুবিধা ৷
দেশে করোনা ভাইরাসের সংক্রমন রোধ করার উদ্দেশ্যে সরকার ১৭ মার্চ হতে ৩১ মার্চ ২০২০ তারিখ পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে ৷ পরবর্তিতে কয়েক দফায় প্রতিষ্ঠান বন্ধের মেয়াদ বৃদ্ধি করা হয় ৷ দেশীয় ও বৈশ্বিক করোনা মহিমারি বিবেচনায় রেখে সাভার সেনানিবাসে অবস্থিত মর্নিং গ্লোরি স্কুল এন্ড কলেজ দূরশিক্ষন কর্মসূচী বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় ৷
মার্চ ২০২০ মাসে দুই সপ্তাহ বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য প্রাথমিক পর্যায়ে বিদ্যালয়ের ওয়েবসাইটে ভ্যাকেশন হোম ওয়ার্ক আপলোড করা হয় ৷ পরবর্তি দুই সপ্তাহের মধ্যে সকল শিক্ষক জুম সফ্টওয়্যার এর মাধ্যমে অনলাইন পাঠদানের সকল প্রস্তুতি গ্রহন করেন ৷ প্রস্তুত করা হয় ডিজিটাল কন্টেন্ট ও সার্কুলেট করা হয় সাপ্তাহিক ক্লাস রুটিন ৷ এরপর শুরু হয় অনলাইন ক্লাস পরিচালনা ৷ গত ঈদ-উল-ফিতর উপলক্ষে ১০ দিন পাঠদান বন্ধ রেখে পহেলা জুন ২০২০ হতে দূরশিক্ষণ কার্যক্রম পূনরায় শুরু করা হয় ৷ প্লে গ্রুপ হতে কেজি, প্রথম হতে সপ্তম এবং অষ্টম হতে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে প্রতিদিন অনলাইনে যথাক্রমে দুই, তিন ও চার পিরিয়ড পাঠদান করা হচ্ছে ৷
এ বিষয়ে মর্নিং গ্লোরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোঃ আকতারুজ্জামান বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়ন করতে হলে সর্বাগ্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তা বাস্তবায়ন করা প্রয়োজন ৷ এই মহৎ উদ্দেশ্য সফল করার জন্য ২০১৯ সালের পহেলা জানুয়ারিতে শতভাগ শ্রেণীকক্ষ ডিজিটাল শ্রেণীকক্ষে উন্নীত করা হয় ৷ প্রত্যেক শ্রেণীকক্ষ সজ্জিত করা হয় কম্পিউটার এবং মাল্টিমিডিয়া প্রজেক্টর দিয়ে ৷ এ বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষকের নিজস্ব ল্যাপটপ রয়েছে ৷ এছাড়াও মুজিববর্ষকে সামনে রেখে এই বিদ্যালয়ে প্রশিক্ষিত ব্যক্তি নিয়োগ করে আইসিটি সেল গঠন করা হয়েছে যা ২০২০ সালের পহেলা জানুয়ারিতে কার্যক্রম শুরু করে ৷ বর্তমানে প্রতিষ্ঠানটি আইসিটিতে স্বয়ংসম্পূর্ণ ৷ অনলাইন ক্লাস শেষে শিক্ষকগণ যার যার রেকর্ডেড ক্লাস ভিডিও নিজেরাই সরাসরি বিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোড করে থাকেন ৷
বিদ্যালয়ে ডিজিটাল পদ্ধতিতে শতভাগ পাঠদান, স্বয়ংসম্পূর্ণ আইসিটি সেল গঠন এবং দূরশিক্ষণ কার্যক্রম পরিচালনার সদয় অনুমোদন প্রদানের জন্য অধ্যক্ষ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সকল সদস্য এবং বিশেষ করে সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ৷