এবার নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল রোববার রাজধানীর ধানমণ্ডিস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষার পর তার করোনা পজিটিভ আসে।
বিষয়টি সোমবার গণমাধ্যমকে নিশ্চিত করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী নিজেই।
তিনি বলেন, রোববার গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবে তিনি নমুনা পরীক্ষা করান। এতে তার করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ছাড়াও বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন।
Drop your comments: