করোনার বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের সঙ্গে জাপানের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে লেখা এক বার্তায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে লেখা এক বার্তায় জাপান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে মোতেগি তোশিমিৎসু’র সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বার্তায় আরও বলা হয়েছে যে, ড. মোমেন করোনা আক্রান্ত হওয়ায় তার প্রতি জাপানের পররাষ্ট্রমন্ত্রী গভীর সমবেদনা জানান এবং দ্রুত আরোগ্য কামনা করেন।
Drop your comments: