দেশ এবং রাজ্যে ক্রমশই উদ্বেগজনক হচ্ছে করোনা পরিস্থিতি। এই অন্ধকারে আশার আলো এই যে আগের দু’বারের তুলনায় সাম্প্রতিক করোনা স্ফীতিতে হাসপাতালগামী রোগীর সংখ্যা অনেকাংশে হ্রাস পেয়েছে। বেশিরভাগ করোনা রোগীই মৃদু উপসর্গ নিয়ে নিভৃতবাসে আছেন। চিকিৎসকদের মতে, ডেল্টার তুলনায় ওমিক্রন অপেক্ষাকৃত কম সক্রিয়। তাই বলে ওমিক্রন যে একেবারে থাবা বসাচ্ছে না, এমনটি নয়। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা প্রায় চার হাজার পার করেছে। এমনকি যাঁরা ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন, তাঁদের মধ্যে অনেকে আগেও করোনাতে আক্রান্ত হয়েছেন এবং দু’টি করোনার টিকা নেওয়া হয়ে গিয়েছে।
‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’-এর তথ্য অনুসারে, টিকার প্রভাবে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা কিংবা মৃত্যুর হার এ বার কম। তবে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।
একবার করোনা আক্রান্ত হয়েছেন এবং দু’টি টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যে ওমিক্রনের কী কী উপসর্গ বেশি দেখা যাচ্ছে?
১) গলা ব্যথা
২) গলায় জ্বালা
৩) হালকা জ্বর
৪) ক্লান্তি
৫) শরীরে ব্যথা
৬) রাতে হঠাৎ হঠাৎ ঘেমে যাওয়া
৭) হাঁচি-কাশি
৮) সর্দি
৯) গা গোলানো
১০) বমি
১১) খিদে হ্রাস পাওয়া
উপরের কয়েকটি উপসর্গ দেখা দিলে এক বার করোনা হয়ে গিয়েছে বা টিকা নেওয়া আছে ভেবেঅবহেলা করবেন না। আগে লক্ষ্য রাখুন উপসর্গগুলি কত দিন স্থায়ী হচ্ছে। যদি দু’দিন থাকে তাহলে আর দেরি না করে পরীক্ষা করিয়ে নিন। ফলাফল পজিটিভ এলে নিভৃতবাসে থাকুন।