
করোনার কারণে আর কোনো নির্বাচন পেছানো হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর। তিনি জানান, এখন থেকে প্রতিটি নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে।
রোববার (১১ অক্টোবর) দুপুরে ইসি সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। চট্টগ্রাম সিটির বর্তমান প্রশাসকের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যেই নির্বাচনের আয়োজন করা হবে বলেও জানান কমিশন সচিব। নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর বলেন, শিডিউল অনুযায়ী এখন নির্বাচন হবে। নির্বাচন পেছানোর কোনো সিদ্ধান্ত এখন থেকে নেই।
Drop your comments: