বাংলা এক্সপ্রেস প্রতিবেদকঃ অদৃশ্য জীবাণুর বিরুদ্ধে সারা বিশ্ব যখন ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধে নেমেছে। এবং সেই যুদ্ধে সবাই সবার পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় আজ ভারতের ৮৮ জন স্বাস্থ্যকর্মী সংযুক্ত আরব আমিরাতে আসেন।
আজ শনিবার (৯ মে) রাত ৮ঃ৩০ মিনিটে স্বাস্থ্যকর্মীদের নিয়ে বিশেষ বিমান দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। এসময় দুবাই প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানানো হয়। সকলের করোনা টেস্টের পর বিশেষ ব্যবস্থায় ইমিগ্রেশন শেষ হয়। আগত সকল স্বাস্থ্যকর্মীদের দুবাইস্থ একটি ফাইভ স্টার হোটেলে নেওয়া হয়েছে। এর আগে ভারতের স্থানীয় সময় বিকেল ৪ টায় ব্যাঙ্গালোর বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে।
জানা যায়, ভারতে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আহমদ আল বান্নার মাধ্যমে ভারতীয় স্বাস্থ্যকর্মীরা আমিরাতে আসেন। ৮৮ জন স্বাস্থ্যকর্মীরা বিগত ৪ বছর থেকে নিজ দেশের একটি হাসপাতালে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।
এদিকে গত বৃহস্পতিবার স্পেন থেকে আরো ৭ জন স্বাস্থ্যকর্মী আমিরাতে আসেন।
সংযুক্ত আরব আমিরাত সরকার করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশব্যাপী করোনা টেস্টের পাশাপাশি বিভিন্ন স্থানে ইতোমধ্যে স্যানেটাইজার গেট বসানো হয়েছে। আমিরাতে চিকিৎসা সেবার মাধ্যমে আক্রান্তের ২৫ শতাংশ সুস্থ করে তুলতে সক্ষম হয়েছে। সুস্থতার সংখ্যায় বিশ্বের অনেক দেশ থেকে আমিরাত এগিয়ে রয়েছে।