নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতে গত ২৪ ঘন্টায় গতকালের রেকর্ড ভঙ্গ করে সর্বোচ্চ সংখ্যক করোনায় আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন। নতুন ৩২ হাজার করোনা টেস্টের পর আক্রান্ত হয়েছেন ৭৮৩ জন, ২ জন মৃত্যুবরণ করেছেন ও ৬৩১ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ মঙ্গলবার (১২মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ১৯৬৬১ জন, মৃত্যুবরণ করেছেন ২০৩ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৬০১২ জন।
এদিকে আমিরাতে এ পর্যন্ত করোনা টেস্ট করা হয়েছে ১.৩ মিলিয়ন। দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। ইতোমধ্যে দেশব্যাপী জীবাণুনাশক স্প্রে অব্যাহত রয়েছে। পবিত্র মাহে রমজানে রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত জনসাধারণের বাহিরে যাওয়া নিষিদ্ধ রয়েছে।
Drop your comments: