পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৫ জন নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছে ২০ জনেরও বেশি মানুষ। শহরের একটি আবাসিক ভবনে এই ভয়াবহ বিস্ফোরণটি হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী কর্মকর্তারা।
আল-জাজিরা জানিয়েছে, বিস্ফোরণের স্থানটি করাচি বিশ্ববিদ্যালয় সংলগ্ন। এটি কোনো জঙ্গি হামলা নাকি বিস্ফোরক কোনো ঘরের মধ্যেই লুকানো ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। টেলিভিশন ফুটেজে দেখা গেছে ভবনটির একাংশ পুরোপুরি ধসে পড়েছে।
উল্লেখ্য, করাচি পাকিস্তানের সবথেকে বড় নগরি। এখানে প্রায়ই রাজনৈতিক, ধর্মীয় ও সাম্প্রদায়িক নানা সহিংসতা চলতে থাকে।
Drop your comments: