খুলনা প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলার বেদকাশী কাছাড়ী বাড়ী বৃক্ষ মেলায় স্থানীয় যুবকদের হামলায় দুই ব্যবসায়ী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন।
মেলার নিকটে বেদকাশী গ্রামের বাসিন্দা আনিছুর রহমান গাজীর ছেলে তমাল ও সেলিমের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় ব্যবসায়ীদের এলোপাথাড়ি মারধর করে। এসময় অন্য ব্যবসায়ীদের সহযোগিতায় আহত ব্যবসায়ীদের উদ্ধার করে কয়রা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
হামলায় আহত উপজেলা সদরের ৩নং কয়রা গ্রামের ব্যবসায়ী আবু জাফর ছোটন ও গোবরা গ্রামের আব্দুল গফুর শেখ।মারধরের বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় কয়রা থানায় অভিযোগ দিবে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
বিষয়টি মেলা কমিটির সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র কে জানালে তাঁরা রাতে মিমাংশার উদ্যোগ গ্রহণ করেন।মারধরে অভিযুক্ত তমাল কে ডেকে সবার সামনে ভুল স্বীকার করানো হয়।
হামলায় আহত ষাটোর্দ্ধ ব্যবসায়ী আব্দুর গফুর শেখ বলেন,ছেলেগুলো হঠাৎ দোকানে এসে আমাকে ঠেলে মাটিতে ফেলে দেয়,আমি উঠে বসতেই আমাকে মারধর করে এবং আমার ব্যবসায়ী সহকর্মী ছোটন মারধর থামাতে গেলে তাকে লাঠি ও হাত দিয়ে মারধর করতে থাকে।আমাদের চিৎকারে মানুষজন এসে তাদের হাত হতে আমাদের উদ্ধার করে।
এ বিষয়ে আহত ব্যবসায়ী আবু জাফর ছোটন বলেন,আমাদের মারধরের বিষয়টি উপজেলা চেয়ারম্যান এস.এম শফিকুল ইসলাম ও কয়রা থানা ওসি কে মোবাইল ফোনের মাধ্যমে জানিয়েছি।আমার মাথার আঘাত লাগায় বমি হয়েছে, এজন্য উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যাবো।