মিনহাজ দিপু, কয়রা: খুলনা জেলা ছাত্রলীগ এর সভাপতি মো: পারভেজ হাওলাদার এর নেতৃত্বে মঙ্গলবার কয়রা থানার ময়েশ্বরীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ চালানো হয়। এসময় খুলনা জেলা ছাত্রলীগ এর সহ-সভাপতি ও কয়রা থানা ছাত্রলীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইমরান হোসেন জাকি বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে উপস্থিত ছিল। তারা জনগণের কাছে সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দেন এবং আগামী নির্বাচনে নৌকা মার্কার জন্য ভোট প্রার্থনা করেন।
এব্যাপারে খুলনা জেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ হাওলাদার বলেন, প্রতিদিনই কয়রার সাতটি ইউনিয়নে ছাত্রলীগের প্রচারণা চলছে। জনগণের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়া হচ্ছে। আমার নেতাকর্মীরা যথেষ্ট পরিশ্রম করছে। আমরা নির্বাচনে এ আসনে নৌকার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আবারো আ. লীগ ক্ষমতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
গণসংযোগ চালানোর সময় খুলনা জেলা ছাত্রলীগ নেতা চিন্ময় রায়,মনি শংকর,আলিমুজ্জামান বাবু,মামুন কয়রা থানা ছাত্রলীগ এর সাবেক সভাপতি সালাউদ্দীন আহমেদ, ছাত্রলীগ নেতা রাজিবুল ইসলাম রাজু, কাফি, রবিন,জয়, সবুজ, শিহাব হেসেন মুন্না,শাওন, লাবিব, টুলু, রানা, রাজু,জাফরিন, ইমদাদুলসহ আরো অনেকে উপস্থিত ছিল।