মিনহাজ দিপু, খুলনা প্রতিনিধিঃ কয়রার গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয়ের ২০২২ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর সকাল দশটায় বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মো: আওলাদ হোসেনের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক ইউনুস আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির ভবিষ্যৎ এরা লেখাপড়া শিখে দেশ ও দশের কাজে নিজেদের নিয়োজিত রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রামীণফোনের লিড স্পেশালিস্ট জনাব সাব্বির আহমেদ, সাবেক ইউপি সদস্য মো: আকবর হোসেন, মো: আক্তারুল ইসলাম সৌরভ, সাবেক ছাত্রলীগ নেতা আয়াতুল্লাহ শরীফ। বিদ্যালয়ের সেরা ছাত্রীর পুরস্কারে ভূষিত হয়েছেন সপ্তম শ্রেণীর ছাত্রী রিজিয়া করিম।