মিনহাজ দিপু, কয়রা (খুলনা) খুলনা ও সাতক্ষীরা জেলার উচ্চ ধুঁকিপূর্ণ এলাকায় দুর্যোগ হ্রাস এবং জলবায়ু পরিবর্তনে অভিযোজন( বিএমজেড-ডিআরআর-সিসিএ) প্রকল্পের মাধ্যমে এবং কারিতাস জার্মানির আর্থিক সহযোগিতায় কয়রা ইউনিয়নে ৩ নং ওয়ার্ড ১০৪ নং গোবরা সরকারি প্রাথমিক স্কুল কাম সাইক্লোন সেন্টারে ৮ লক্ষ ৪২ হাজার ২ টাকা ব্যয়ে মেরামত পরবর্তী উদ্বোধন করা হয়।
বুধবার বিকাল ৩টায় কারিতাস খুলনা অঞ্চলের আওতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.মমিনুর রহমান, এছাড়াও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ডিএম হেলাল উদ্দিন, ৩ নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সিপিপি প্রতিনিধি মো. হাফিজুর রহমান মিস্ত্রি, কয়রা সাংবাদিক ফোরামের সভাপতি তারিক লিটু,বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থী অভিভাবক, ছাত্র-ছাত্রী, এবং প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি মো.মনিনুর রহমান কয়রা উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমরা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে বসবাস করায় প্রতিবছর আমরা বিভিন্ন দুর্যোগের সম্মুখীন হই। আর এ কারণে প্রতিবছর আমাদের জান মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। আর এই ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেতে হলে দুর্যোগের সময় আমাদের আশ্রয় কেন্দ্রগুলিতে আশ্রয় নিতে হবে। আমার জানা মতে,এই আশ্রয় কেন্দ্রে কোনো টয়লেট ও পানির ব্যবস্থা ছিল না। যাতায়াতের রাস্তা ছিল না তাছাড়া অন্যান্য সুযোগ সুবিধা ছিল খুবই নিম্নমানের এবং বিল্ডিংটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। কারিতাস আমাদের সাইক্লোন সেন্টারে যে উল্লেখ্য যোগ্য যে কাজগুলো বাস্তবায়ন করেছে তার মধ্যে প্রতিবন্ধী বান্ধব টয়লেট তৈরি, বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পাইপ লাইন,ও ওয়াটার পাম্প স্থাপন, সোলার প্যানেল স্থাপন, বৈদ্যুতিক লাইন উন্নত করণ, জানালা, দরজা, গ্রিল, সিঁড়ি তৈরি, ও উন্নতকরণ ভিতরে ও বাইরের রং সহ ইত্যাদি কাজ গুলো অনেক সুন্দর ও মানসম্মত হয়েছে। এটি আপনাদের সম্পদ এখন থেকে এটির সঠিক ব্যবহার এবং রক্ষণাবেক্ষণের দায় দায়িত্ব আপনাদের। আমি মনে করি এখন থেকে দুর্যোগের সময় বিপদাপন্ন জনগোষ্ঠী নিবিঘ্নে আশ্রয় নিতে পারবে এবং ছাত্র-ছাত্রীরা নিরাপদে স্কুলে পড়াশোনা করতে পারবে। এ ধরনের মেহতি কাজ করার জন্য তিনি কারিতাস বাংলাদেশ খুলনা ও দাতা সংস্থাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।