আজিজুর রহমান দুলালঃ গত ১১মে রোজ সোমবার সকাল ১০টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিদ্যাধর গ্রামে কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটার শুভ উদ্বোধন করলেন ফরিদপুর -১ আসনের মাননীয় সংসদ সদস্য মনজুর হোসেন বুলবুল।
এ সময় এমপি বলেন, করোনা মহামারির এই সময়ে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। শ্রমিক সংকটে কৃষক ধান কাটতে হিমসিমে পড়েছে। তাই সরকার (৫০% ভর্তুকিতে) কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করছে। যা দিয়ে অতিঅল্প সময়ে কৃষক ধান ঘরে উঠাতে পারবে। সরকার ভর্তুকি দিয়ে ধান কাটার যান্ত্রিক মেশিন কৃষকদের কাছে পৌছে দিয়ে প্রমান করেছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কৃষকদের কথা ভাবেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রিপন প্রসাদ সাহা জানান, ২০১৯-২০ অর্থ বছরের উন্নয়ন সহায়তার আওতায় (৫০% ভর্তুকিতে) এ উপজেলায় একজনকে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। এর একটির দাম ১২ লাখ টাকা। এ মেশিন দিয়ে প্রতি ঘণ্টায় ধান কাটা যাবে এক একর। এ ছাড়াও ধান কাটা, মাড়াই, ঝাড়া, ও প্যাকেটজাত করা যাবে কম্বাইন হারভেস্টার (ধান কাটার মেশিন) মেশিন দিয়ে। এক একরের জন্য ডিজেল খরচ হবে মাত্র ৮ লিটার। তাই অতি অল্প সময় ও কম খরচে কৃষক তার ধান ঘরে উঠাতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সুযোগ্য উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ,উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রিপন প্রসাদ সাহা , সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আহাদুল হাসান আহাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভিন, কৃষি সম্প্রসারণ অফিসার সুদীপ বিশ্বাস, টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।