![InShot_20220507_170437069](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/05/InShot_20220507_170437069-scaled.jpg)
রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ভেতরে একটি কনটেইনারে লাগা আগুন নিভেছে। বিকেল পৌনে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
শনিবার (৭ মে) দুপুর সাড়ে তিনটা ৪০ মিনিটের দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে যোগ দেয় আরো একটি ইউনিট।
Drop your comments: