বাংলা এক্সপ্রেস ডেস্কঃ কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজাখালী ইউনিয়নের মাঝিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হল, রাজাখালী ইউনিয়নের মাঝিরপাড়া এলাকার প্রবাসী আজম খানের শিশু পুত্র মুনতাহি (৬) ও পেকুয়া বাজারের ব্যবসায়ী কমিরদাদ মিয়ার শিশু কন্যা কুলসুমা আকতার (৭)। তারা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই বোন।
পেকুয়া সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক মুজিবুর রহমান বলেন, দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসলেও তার আগেই মারা যায়।
পরিবারের সদস্যরা ধারণা করছেন, বাড়িতে সবাই ঘুমিয়ে থাকার সময় মুনতাহা খেলতে বাইরে গিয়ে হয়তো পুকুরের পানিতে পড়ে যায়। পুকুরের পানিতে মুনতাহিকে ভাসতে দেখে কুলসুমাও তাকে বাঁচাতে পানিতে নেমে পড়ে। ওখানে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ছৈয়দ নূর দুই শিশুর মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনা খুবই মর্মান্তিক।