রাহুল গান্ধীর সাথে বিবাদের জেরে কংগ্রেস ছাড়লেন বর্ষীয়ান নেতা গুলাম নবী আজাদ। শুক্রবার (২৬ আগস্ট) দল ছাড়ার ঘোষণা দিয়ে সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি পাঠান তিনি। খবর এনডিটিভির।
চিঠিতে পদত্যাগের জন্য রাহুল গান্ধীকে সরাসরি দায়ী করেন এ নেতা। চিঠিতে অনাস্থা প্রকাশ করেন কংগ্রেসের নেতৃত্ব নিয়েও। দল সঠিক পথে পরিচালিত হচ্ছে না বলে প্রকাশ করেন হতাশা। এর কারণ হিসেবে সঠিক সিদ্ধান্ত গ্রহণের অভাবকে দায়ী করেছেন আজাদ।
ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, প্রবীণ নেতাদের প্রাধান্য না দেয়ায় রাহুলের প্রতি ক্ষুব্ধ দলের অনেক নেতা। সম্প্রতি জম্মু-কাশ্মীরের ক্যাম্পেইন কমিটির চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দেন গুলাম নবী।
Drop your comments: