ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জনক বলে খ্যাত স্যার এভারটন উইকস মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল বুধবার বার্বাডোজে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স ছিল ৯৫ বছর।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্যার উইকসের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এক বিবৃতিতে তারা লিখেছে, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অগ্রদূত ও এক অসাধারণ ভদ্রলোক ছিলেন এভারটন। তিনি আমাদের ক্রিকেটের প্রতিষ্ঠাতা পিতা।তার আত্মা শান্তিতে ঘুমাক।’
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪৮টি টেস্ট খেলেছিলেন এভারটন, রান করেন ৪৪৫৫। তার ব্যাটিং গড় ছিলো ঈর্ষণীয় ৫৮.৬১। ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে টানা পাঁচ টেস্টে সেঞ্চুরি করার রেকর্ডটিও তার দখলে। এই কিংবদন্তি ক্রিকেটারের সর্বোচ্চ ইনিংস ২০৭ রানের।
থ্রি-ডব্লিউ এ উইকস ছাড়া ছিলেন ক্লাইডি ওয়ালকট ও ফ্রাঙ্ক ওরেল। মজার ব্যাপার, এই তিনজনই বার্বাডোজের দেড় মাইলের মধ্যে ১৮ মাসের মধ্যে জন্মেছিলেন। বিখ্যাত এই ত্রয়ীর মাঝে ১৯৬৭ সালে সবার আগে মারা যান ওরেল। ২০০৬ সালে সবাইকে ছেড়ে চলে যান ওয়ালটন। একমাত্র জীবিত সদস্য এভারটনও এবার বিদায় নিলেন
এই কিংবদন্তি ক্রিকেটারের মৃত্যুতে শোক জানিয়ে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশন লিখেছে, ‘আমরা ওয়েস্ট ইন্ডিজ আইকনকে সম্মান জানাচ্ছি। স্যার এভারটন তাঁর অঞ্চল এবং দেশের ক্রীড়াক্ষেত্রে অমূল্য অবদান রেখেছেন। তাঁকে পেয়ে আমরা ধন্য ছিলাম। তাঁর আত্মা শান্তিতে ঘুমাক।’
শোক প্রকাশ করেছে মেরিলিবোন ক্রিকেট ক্লাবও। এমসিসি জানায়, ‘স্যার এভারটন উইকসের মৃত্যুতে এমসিসি এবং লর্ডসের সবাই খুব বিষণ্ন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সেরা