পারিবারিক কারণে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ না খেলেই দেশে ফিরছেন মুশফিকুর রহিম। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি জানিয়েছে, বুধবার হারারে থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হচ্ছেন উইকেটকিপার ব্যাটসম্যান।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফিরে আসার কথা ছিল মুশফিকুর রহিমের। টানা জৈব সুরক্ষা বলয়ে থাকার কারণে কিছুটা নির্ভার থাকতেই টি-টোয়েন্টিতে খেলতে চাননি। কিন্তু জিম্বাবুয়ে সিরিজ শেষ হতেই রয়েছে অস্ট্রেলিয়া সিরিজ। যে কারণে দেশে ফিরেই ক্রিকেটারদের দশ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। ফলে টি-টোয়েন্টি না খেলে দেশে ফিরলে খেলার সুযোগ পেতেন না মুশফিক। এই কারণে ওয়ানডে সিরিজ না খেলেই দেশে ফিরছেন সাবেক এই অধিনায়ক।
মুশফিকের ফিরে আসার কারণ হিসেবে বিসিবি জানিয়েছে, পারিবারিক কারণে মুশফিক ওয়ানডে সিরিজ খেলতে পারছেন না। তিনি আজ (বুধবার) হারারে থেকে দেশের উদ্দেশে রওয়ানা হবেন। বিসিবি অনুরোধ করেছে, এই মুহূর্তে মুশফিক ও তার পরিবারের প্রতি সবাই শ্রদ্ধাশীল আচরণ করবে।
যদিও একদিন আগেই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন জিম্বাবুয়েতে টি-টোয়েন্টিও খেলবেন মুশফিক। প্রধান নির্বাচক বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘বাংলাদেশ সফরের আগে অস্ট্রেলিয়া বেশ কিছু শর্ত দিয়েছিল। কোয়ারেন্টিন নিয়ে সেখানে বলা ছিল দলে থাকা ক্রিকেটারদের দশ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে যারা দলে থাকবেন, তাদের ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। তাই ক্রিকেটাররা সরাসরি জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেই কোয়ারেন্টিনে চলে যাবে। মুশফিক যদি ছুটিতে দেশে ফিরতো, তাহলে সিরিজে তার থাকা সম্ভব হতো না। এ কারণেই সে সিদ্ধান্ত পরিবর্তন করেছে।’
আগামী ১৬ জুলাই থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ওয়ানডে যথাক্রমে ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে। টেস্টের মতো সীমিত ওভারের সব ম্যাচও হবে হারারেতে।
জিম্বাবুয়ে সিরিজ শেষে আগামী ২৯ জুলাই বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। বাংলাদেশ দলও সেদিন জিম্বাবুয়ে থেকে ফিরবে। দুই দলই তখন জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যাবে। সফরে দুই দল ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।