ওয়ান ইলেভেনের কুশীলবরা ফের সক্রিয় হয়েছে। সরকার সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী ভোট হবে। স্বাধীন ইসি তাদের আইন মতেই তফশিল ঘোষণা করবে। বিএনপি সাংবিধানিক যাত্রাকে ভণ্ডুল করতে চায় বলে দাবি করেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, বিগত দুটি নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করে ব্যর্থ হয়েছে বিএনপি। এবার জনগণ প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন তথ্যমন্ত্রী।
দেশের বিচারপ্রক্রিয়া স্বচ্ছ উল্লেখ করে হাসান মাহমুদ বলেন, সারা দুনিয়ায় নোবেলজয়ীরা অন্যায় করলে জেল খেটেছে। বিচার প্রক্রিয়া বন্ধের কথা বলে বিশ্বনেতারা আমাদের স্বাধীনতাকে অসম্মান করেছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
Drop your comments: