মনজুর আহমেদ: ওমানে গত ১৫ জুলাই থেকে ২৪ জুলাইসহ মোট ১০দিনে করোনাক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৫৫ জনের। নতুন শনাক্ত ৪৯১২ জন।
দেশটিতে মোট রোগীর সংখ্যা ২৯৩,৯৫৪ এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩,৭৫৩ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২৭৫,৭৬০ জন। সুস্থতার হাড় ৯৩.৮ পার্সেন্ট।
গত ২৪ ঘন্টায় ৬৮ জন করোনা রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিবিড় পরিচর্যা ইউনিট (icu)’ তে ৩১৫ জনসহ মোট হাসপাতালে ৭৪৬ জন ভর্তি রয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রণালয় ও সুপ্রিম কমিটি এবং এমওএইচ কর্তৃক প্রদত্ত সামাজিক দূরত্বের নির্দেশাবলীর অনুসরণ করার জন্য সকলকে অনুরোধ করেছেন।
সূত্র:oman observer
Drop your comments: