মনজুর আহমেদ: ওমানে গত ৩ দিনে করোনাক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৬ জনের। নতুন শনাক্ত ৯৭৮ জন।
দেশটিতে মোট রোগীর সংখ্যা ২৯৬,৮৩৫ এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩,৮৫০ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২৭৯,৮৯২ জন। সুস্থতার হাড় ৯৪.৩ পার্সেন্ট।
গত ২৪ ঘন্টায় ৩৯ জন করোনা রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিবিড় পরিচর্যা ইউনিট (icu)’ তে ২৩২ জনসহ মোট হাসপাতালে ৫৫০ জন ভর্তি রয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রণালয় ও সুপ্রিম কমিটি এবং এমওএইচ কর্তৃক প্রদত্ত সামাজিক দূরত্বের নির্দেশাবলীর অনুসরণ করার জন্য সকলকে অনুরোধ করেছেন।
Drop your comments: