ওমানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার। কানাডায় বাংলাদেশের বর্তমান হাইকমিশনারের দায়িত্বে থাকা মিজানুর রহমানকে ওমানের রাষ্ট্রদূত করা হয়েছে।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিসিএস ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তা কলম্বো, মস্কো, ম্যানচেস্টারে বাংলাদেশ মিশনে বিভিন্ন দায়িত্বে ছিলেন। এ ছাড়া তিনি ন্যাদারল্যান্ড ও মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তিনি এর বাইরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বহুপাক্ষিক অর্থনৈতিক এবং প্রশাসন বিভাগের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি মন্ত্রণালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বেও নিয়োজিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন মিজানুর রহমান। এর আগে একই ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা ড. খলিলুর রহমানকে কানাডায় বাংলাদেশের হাইকমিশনার করা হয়েছে।