
বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করেছে ওমান। মঙ্গলবার (৩১ অক্টোবর) রয়্যাল ওমান পুলিশের (আরওপি) বরাত দিয়ে দেশটির গণমাধ্যম ওমান টাইমসের খবরে বিষয়টি জানানো হয়েছে।
বলা হয়েছে, আজ (বুধবার) থেকে সব শ্রেণির বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা ইস্যু স্থগিত কার্যকর হবে। ওমানে ট্যুরিস্ট ও ভিজিট ভিসায় আসা প্রবাসীদের ভিসা পরিবর্তন করার সুযোগও স্থগিত করা হয়েছে।
রয়্যাল ওমান পুলিশ জানায়, নীতি পর্যালোচনার আওতায় ওমানে আসা সব দেশের নাগরিকদের জন্য সব ধরনের ট্যুরিস্ট ও ভিজিট ভিসা পরিবর্তন স্থগিত করা হয়েছে। এর আগে প্রবাসীরা ভিজিট ভিসায় ওমানে গিয়ে পরে সেটা কর্মসংস্থান ভিসায় পরিবর্তন করতে পারতেন।
তারা আরও জানায়, পরবর্তী নোটিশ দেওয়ার আগ পর্যন্ত মঙ্গলবার থেকে বাংলাদেশি নাগরিকদের সব ধরনের ভিসা ইস্যু করা স্থগিত থাকবে।
Drop your comments: