নিজস্ব প্রতিবেদক: ওমানে ৩দিনের রিপোর্টে আজ ৩ জুলাই (রবিবার)। এই ৩ দিনে করোনা আক্রান্ত হয়ে ১৪৩ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ৪,৬৬২ জন।
দেশটিতে মোট রোগীর সংখ্যা ২৭৫,১৬৬ এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩,২৮৩ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২৪২,৮৭৪ জন। সুস্থতার হাড় ৮৮.৩ পার্সেন্ট।
গত ২৪ ঘন্টায় ১৭১ জন করোনা রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিবিড় পরিচর্যা ইউনিট (icu)’ তে ৫৩২ জনসহ মোট হাসপাতালে ১,৫৮৯ জন ভর্তি রয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রণালয় ও সুপ্রিম কমিটি এবং এমওএইচ কর্তৃক প্রদত্ত সামাজিক দূরত্বের নির্দেশাবলীর অনুসরণ করার জন্য সকলকে অনুরোধ করেছেন।
Drop your comments: