মনজুর আহমেদ, ওমান থেকে: ওমানে পূর্বের সকল রেকর্ড ভেঙ্গে আজ ১৭ জুন (বৃহস্পতিবার) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৫ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ২০১৫ জন।
দেশটিতে মোট রোগীর সংখ্যা ২৪২,৭২৩, এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২,৬২৬ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২১৩,৮৮০ জন।
গত ২৪ ঘন্টায় ১৮২ জন করোনা রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, নিবিড় পরিচর্যা ইউনিট (icu)’ তে ৩৮২ সহ মোট রোগীর সংখ্যা হাসপাতালে ১,৩০৬ রয়েছেন।
দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধী মেনে চলুন, মাস্ক ও সেনিটাইজার ব্যবহার করুন, জনসমাগম এড়িয়ে চলুন।
Drop your comments: