মনজুর আহমেদ,ওমান: ওমানে আজ ২২জুন (মঙ্গলবার) করোনা আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ২০৩৭ জন।
দেশটিতে মোট রোগীর সংখ্যা ২৫২,৬০৯ এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২,৭৮৩ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২২১,২৫০ জন।
গত ২৪ ঘন্টায় ২০৯ জন করোনা রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিবিড় পরিচর্যা ইউনিট (icu)’ তে ৪৪৩ জনসহ মোট রোগীর সংখ্যা হাসপাতালে ১,৫২৭ জন ভর্তি রয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রণালয় ও সুপ্রিম কমিটি এবং এমওএইচ কর্তৃক প্রদত্ত সামাজিক দূরত্বের নির্দেশাবলীর অনুসরণ করার জন্য সকলকে অনুরোধ করেছেন।
সূত্র: oman observer
Drop your comments: