মনজুর আহমেদ: ওমান থেকে সালাম এয়ারের একটি বিশেষ চার্টার ফ্লাইট দেশে যাওয়ার কথা রয়েছে আগামী (৮ জুলাই) বুধবার। এতে ২২৫ জনের তালিকা করে দূতাবাসে জমা দিয়েছেন বাংলাদেশ সোস্যাল ক্লাব ওমান। তাত মধ্যে প্রথমে ৭০ জন যাত্রী নিয়ে সালাম এয়ারের একটি ফ্লাইট আগামী (৮ জুলাই) বুধবার মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। এ তালিকায় যাদের নাম রয়েছে তারা আগামী বৃহস্পতিবারের মধ্যে ১৪০ ওমানী রিয়াল মূল্যের সালাম এয়ার হতে অথবা তাদের নিয়োগকৃত এজেন্সির কাছ থেকে টিকেট ক্রয় করতে হবে।
যারা আগামী বৃহস্পতিবারের মধ্যে টিকেট সংগ্রহ না করলে বাণিজ্যিক ফ্লাইট ছাড়া আর কোন বিশেষ ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন না। বাকি যারা আছে তারা পর্যায়ক্রমে যেতে পারবেন যা পরবর্তীতে জানানো হবে।
কত কেজি মালামাল বহন করতে পারবেন তা এবং অন্যান্য ইনফরমেশন সালাম এয়ার হতে কনফার্ম করতে অনুরোধ করেছেন বাংলাদেশ সোস্যাল ক্লাবের সাধারণ সম্পাদক এম এন আমিন। তিনি আরও বলেন সোশ্যাল ক্লাব জনস্বার্থে ফ্রি সার্ভিসের মাধ্যমে এই সেবা কার্যক্রম পরিচালনা করে থাকে সুতরাং এখানে কোন প্রকার অনিয়ম করার সুযোগ নেই। ক্লাবের পক্ষ থেকে আগেও বলা হয়েছে এই সংক্রান্ত বিষয়ে কেউ আর্থিক সুবিধা গ্রহণ করে থাকলে তার জন্য ক্লাব কোন অবস্থাতেই দায়ি হতে পারে না।