মনজুর আহমেদ,ওমান: ওমানে আজ ২৪জুন (বৃহস্পতিবার) করোনা আক্রান্ত হয়ে ৩২ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ১৮৮৬ জন।
দেশটিতে মোট রোগীর সংখ্যা ২৫৬,৫৪২ এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২,৮৪৮ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২২৪,০৭৭ জন। সুস্থতার হাড় ৮৭.৩% পার্সেন্ট।
গত ২৪ ঘন্টায় ১৮৯ জন করোনা রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিবিড় পরিচর্যা ইউনিট (icu)’ তে ৪৬৪ জনসহ মোট হাসপাতালে ১,৫৪১ জন ভর্তি রয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রণালয় ও সুপ্রিম কমিটি এবং এমওএইচ কর্তৃক প্রদত্ত সামাজিক দূরত্বের নির্দেশাবলীর অনুসরণ করার জন্য সকলকে অনুরোধ করেছেন।
সূত্র: oman observer
Drop your comments: